UsharAlo logo
বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

‘মিশন ইমপসিবল সেভেন’ ছবির ট্রেইলার প্রকাশ

pial
মে ২৫, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : টম ক্রুজের নতুন ছবি ‘মিশন ইমপসিব’ – ডেড রিকনিং পার্ট ওয়ান’র টিজার ট্রেলার গতসোমবার প্রকাশ্যে এসেছে। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে ভালোবাসেন টম ক্রুজ। তার নতুন ছবিতেও প্রচুর অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাকে। নতুন ট্রেলারে তেমনেই ইঙ্গিত মিলেছে।

‘ডেড রিকনিং পার্ট ওয়ান’ ছবিটি পরিচালনা করেন ক্রিস্টোফার ম্যাককুইরি। এর আগেও মিশন ইমপসিবল সিরিজের দু’টি ছবি পরিচালনা করেন তিনি। ‘মিশন ইমপসিবল’ – ডেড রিকনিং পার্ট ওয়ান মিশন ইমপসিবল সিরিজের সপ্তম ছবি। চলতি বছরের ১৪ জুলাই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ক্রিস্টোফার ম্যাককুইরির পরিচালনায় ‘মিশন ইমপসিবল’ সিরিজের শেষ এবং অস্টম ছবি ‘মিশন ইম্পসিবল – ডেড রিকনিং পার্ট টু’ মুক্তি পাবে ২০২৪ সালে।

(ঊষার আলো-এফএসপি)