UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

usharalodesk
আগস্ট ১, ২০২২ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজুলপুর গ্রামের সুন্নত আলী মন্ডল (৫৫) নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছেন।সোমবার (১ আগষ্ট) সকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি বজ্রাঘাতে মারা যান। সুন্নত আলী মন্ডল ওই গ্রামের গোকুল মন্ডলের (মৃত) ছেলে।

স্থানীয় কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা জানান, আজ সকাল ৯টার দিকে গ্রামের কুঠিপাড়ার পাশে চাতর মাঠে ধানের জমিতে সুন্নত আলী মন্ডল কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঊষার আলো-এসএ