UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলার পশুর নদীতে আবারো ডুবে গেছে কয়লা বোঝাই লাইটার জাহাজ

koushikkln
মার্চ ৩০, ২০২১ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মো.এরশাদ হোসেন রনি, মোংলা : মোংলা পশুর নদীতে কয়লা বোঝাই এমভি ইফতি মাহমুদ নামক একটি লাইটার জাহাজ ডুবে গেছে।অতিরিক্ত পানির স্রোতে  মঙ্গলবার (৩০ মার্চ)দুপুরে বন্দর জেঠি সংলগ্ন ক্রিক বয়া থেকে লাইটার জাহাজটি ছুটে গিয়ে অন্য একটি লাইটারের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এসময় সাতরিয়ে তিরে উঠতে সক্ষম হয় লাইটারের ১০ নাবিক।
 মোংলা বন্দর লাইটার শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মাইনুল হোসেন মিন্টু এতথ্য নিশ্চিত করে জানান,সোমবার রাতে বন্দরের হারাড়িয়া এলাকায় অবস্থানরত একটি বানিজ্যিক জাহাজ থেকে ৭০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে মঙ্গলবার সকালে ক্রিক বয়ায় বেধে রাখা হয় জাহাজটি। আজ বিকালে যশোরের নোয়াপাড়ার উদ্যেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিলো।
এর আগে ২৭ ফেব্রয়ারি রাতে মোংলা পশুর নদীতে ৭শ মে: টন কয়লা নিয়ে ডুবে যায়  এমভি বিবি -১১৪৮ নামক একটি লাইটার জাহাজ।