UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রণবীর-আলিয়ার বিয়ে: নিরাপত্তায় ২০০ বাউন্সার

pial
এপ্রিল ১১, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পয়লা বৈশাখে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বহুল আলোচিত প্রেমিক যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের বিয়ে নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের। আর এবার জানা গেলো রণবীর-আলিয়ার বিয়েতে মুম্বাইয়ের সেরা নিরাপত্তা বাহিনী নজরদারির দায়িত্বে থাকবে।

রণবীর-আলিয়ার বিয়ের নিরাপত্তা নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কথা বলেছেন আলিয়ার ভাই রাহুল ভাট। তিনি বলেন, ‘বিয়ের সমস্ত নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে ইউসুফ ভাইকে। মুম্বাইয়ে ৯/১১ এজেন্সি নামে তার একটি সিকিউরিটি প্রতিষ্ঠান আছে। এটাই মুম্বাইয়ের সেরা ফোর্স।’

সংবাদমাধ্যমটি জানায় ‘রণবীর ও আলিয়ার বিয়েতে নিরাপত্তার ফাঁক গলে একটি মাছিও যেন না গলতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে! আরকে স্টুডিও হতে শুরু করে বান্দ্রায় রণবীরের বাড়ি ’ সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে থাকবেন নিরাপত্তা রক্ষীরা। যে দলে রয়েছেন মোট ২০০ জন বাউন্সার!

এছাড়া নিরাপত্তার জন্য ড্রোন ব্যবহার করা হবে। জানিয়ে রাহুল ভাট বলেন, ‘ড্রোন উড়িয়ে আকাশপথেও লাগাতার নজরদারি চলবে। কোনোরকমের অবাঞ্ছিত ঘটনা বিয়েতে কাম্য নয়। ফলে নিরাপত্তা ব্যবস্থা একটু বেশিই জোরদার করা হয়েছে। আর রক্ষীদেরই একটি অংশ অতিথিদের নিয়ে যাবেন বিয়ের আসরে।’

জানা যায়, আর কে স্টুডিওতে মেহেদি, নাচগান ও একটি ককটেল পার্টির আয়োজন হবে। সেখানে অতিথিদের মশগুল রেখে কড়া পাহারায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন রণবীর ও আলিয়া।

(ঊষার আলো-এফএসপি)