UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লকডাউনে ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারও খোলা থাকবে- বিএসইসি

usharalodesk
এপ্রিল ১০, ২০২১ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট  : করোনাভাইরাস সংক্রামণরোধে আগামী ১৪ এপ্রিল থেকে সারা দেশে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হচ্ছে। সর্বাত্মক লকডাউনের মধ্যে ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজার খোলা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। লেনদেনের সময়সীমা কতণ হবে তা নির্ভর করবে ব্যাংকের লেনদেনের সময়সূচির ওপর। ব্যাংকে লেনদেনের সময়ের চেয়ে পুঁজিবাজারে লেনদেনের সময় কিছুটা কম হতে পারে বলে জানা গেছে।

শনিবার (১০ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানান বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি জানান, কোভিড-১৯ মহামারিকালসহ সর্বাত্মক লকডাউন চলাকালীন সময়েও ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে লেনদেন চালু থাকবে।’

এখন লকডাউনের মধ্যে ব্যাংকের লেনদেন চলছে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। দুপুর ২টা পর্যন্ত অফিসের অন্যান্য কার্যক্রম চলছে । ব্যাংকের লেনদেনের সময়ে পরিবর্তন আনাতে শেয়ারবাজারের লেনদেনেও পরিবর্তন করা হয়েছে। একারনে পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটার পরিবর্তে এখন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলছে।

(ঊষার আলো-আরএম)