UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার

ঊষার আলো
জুলাই ২০, ২০২১ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পর্ন ভিডিও তৈরির অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে পুলিশ।

মুম্বাই পুলিশের দাবি যে, রাজ কুন্দ্রা পর্ন ভিডিও বানিয়ে তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন মুঠোফোনে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি ও কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রাকে ১৯ জুলাই রাতে গ্রেফতার করা হয়।

প্রশাসন আরও জানায়, ঘটনার মূল ষড়যন্ত্রকারী হল রাজ এবং সে সম্পর্কে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে পুলিশের কাছে।

এর আগে এ মামলায় উমেশ কামাত নামের একজনসহ ৯ ব‌্যক্তিকে গ্রেফতার করা হয়। সে জিজ্ঞাসাবাদে উমেশ কামাত জানিয়েছিলেন তিনি রাজ কুন্দ্রার প্রতিষ্ঠানে কাজ করতেন।

ভারতের গণমাধ‌্যমে বলা হয়, গ্রেফতারের আগে অর্থপাচার কেলেঙ্কারির সাথে জড়িত থাকার অভিযোগেও তাকে তলব করা হয়।

(ঊষার আলো-এফএসপি)