UsharAlo logo
মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রাবন্তীর সঙ্গে যুবকের আপত্তিকর কাণ্ড, অতপর

বিনোদন ডেস্ক
মার্চ ২৬, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

অভিনয়ের পাশাপাশি স্টেজ পারফর্ম করতে দেশের বিভিন্ন স্থানে যেতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। টালিপাড়ার তারকারাও এর ব্যক্তিক্রম নন। অভিনয়ের বাইরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানেও দেখা মেলে তাদের।

এসব শো করতে গিয়ে ভালো-খারাপ নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় তারকাদের। সম্প্রতি এমনই একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, শ্রাবন্তীকে দেখার জন্য তীব্র ভিড় জমেছে। অভিনেত্রীকে হেঁটে মঞ্চে পৌঁছানোর জন্য বাঁশ দিয়ে ঘিরে রাস্তা করে দেওয়া হয়েছে। সেখান দিয়ে হেঁটে মঞ্চে পৌঁছনোর চেষ্টা করছিলেন শ্রাবন্তী।

এ সময় তাকে দু’হাত দিয়ে ঘিরে নিরাপদে মঞ্চে পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন নিরাপত্তারক্ষীরা। এর মাঝেও অভিনেত্রীকে দেখতে, তার ছবি তুলতে, এমনকি ছুঁয়ে দেখার জন্য ঠেলাঠেলি করছিলেন অনেকেই।

শ্রাবন্তী যখন হেঁটে মঞ্চের দিকে যাচ্ছিলেন, তখন একজন যুবক অভিনেত্রীকে অশালীনভাবে স্পর্শের চেষ্টা করেন। বুঝতে পেরেই তৎক্ষণাৎ চটে তাকে মারার জন্য উদ্যত হন অভিনেত্রী। একজনকে থাপ্পড়ও মারেন তিনি। রেগে যুবককে উদ্দেশ্য করে কিছু বলতে থাকেন এই তারকা।

পরিস্থিতি ভালো না দেখে শ্রাবন্তীকে সামলে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে মঞ্চে তোলেন নিরাপত্তারক্ষীরা।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই, বেজায় চটেছেন নেটিজেনরা। নায়িকার সঙ্গে এ ধরনের নোংরা, অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন তারা।

ঊষার আলো-এসএ