UsharAlo logo
বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সঙ্গীতের বরপুত্র বাপী’র ১১তম প্রয়ানবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ 

koushikkln
জুলাই ২৮, ২০২২ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সঙ্গীত জগতের বরপুত্র নন্দিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিনা আবিদ শাহরিয়ার বাপী’র  ২৯ জুলাই তাঁর ১১তম প্রয়ানবার্ষিকী।

ক্লোজআপ-১ তারকাখ্যাত নতুন প্রজন্মের উপমা হয়ে আজও সঙ্গীত পিপাসুদের কাছে উদাহরণ হয়ে আছেন। ২০১১ সালের ২৯ জুলাই এই বরেণ্য শিল্পীর কক্সবাজার সমুদ্র সৈকতে সলিল সমাধিতে প্রাণ হারান। তাঁর এই দুঃসংবাদের সাথে সাথে দেশের সর্বত্র শোকের ছায়া নেমে আসে। শিল্পী আবিদের জন্ম ১৯৮৬ সালের একই মাসের ১৮ তারিখ।

শিল্পী আবিদ স্মৃতি পরিষদ তাঁর স্মরণে শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৫টায় খুলনা লায়ন্স ক্লাব অডিটরিয়ামে আয়োজন করেছে ‘শিল্পী আবিদ জুলাই স্মরণানুষ্ঠান-২০২২’। স্মরণানুষ্ঠনে স্মৃতি পরিষদের পক্ষ থেকে সকলকে বিন¤্র আমন্ত্রণ জানানো হয়েছে।