UsharAlo logo
বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে শিয়ালকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শিক্ষিকার

ঊষার আলো ডেস্ক
জুলাই ২৭, ২০২৪ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেলের সামনে দিয়ে শিয়াল দৌঁড় দেয়ায় তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে গিয়ে ফাতেমা খাতুন (৪৭) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের আসানবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন উপজেলার গুল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও তালম ইউনিয়নের গুল্টা গ্রামের প্রভাষক মুত্তালিব শিশিরের স্ত্রী।

তাড়াশ উপজেলা শিক্ষা অফিসার মুসাব্বির হোসেন খান ও নিহতের দেবর মোস্তাক আহম্মেদ জানান, শুক্রবার সকালে তার ভাই মুত্তালিব শিশির ও ভাবী ফাতেমা খাতুন তাড়াশ উপজেলা সদর থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।

তারা আসানবাড়ী এলাকায় এলে হঠাৎ রাস্তার মাঝ দিয়ে শিয়াল দৌঁড় দেয়। এ সময় শিয়ালকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ফাতেমা খাতুন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি।