UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হানি সিংয়ের বিরুদ্ধে মামলা করলেন স্ত্রী

ঊষার আলো
আগস্ট ৪, ২০২১ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জনপ্রিয় হানি সিংয়ের বিরুদ্ধে এবার যৌন নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন তার স্ত্রী শালিনী তলওয়ার। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে অভিযোগ দায়েরের পর মামলাটি রেকর্ড করেন দিল্লির আদালত।

হির্দেশ সিং। যার ব্যাপক পরিচিতি ইয়ো ইয়ো হানি সিং নামে।  তিনি বলিউডের জনপ্রিয় র‌্যাপার। বিভিন্ন কারণে নারা সময়ে  বিতর্কে জড়িয়েছেন এ গায়ক।

দিল্লির আদালতে হানি সিংয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় স্ত্রী শালিনীর অভিযোগ, বাড়িতে শারীরিক এবং মানসিক নির্যাতনের পাশাপাশি যৌন অত্যাচারও চালাতেন হানি সিং। স্ত্রী শালিনীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী সন্দীপ কাপুর, অপূর্ব পাণ্ডে ও জিজি কাশ্যপ।

মামলা রেকর্ডের পর হানি সিংকে ১টি নোটিশ পাঠিয়েছেন আদালত। আগামী ২৮ আগস্টের মধ্যে ও নোটিশের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি যে সব সম্পত্তি হানি সিং এবং তার স্ত্রীর নামে রয়েছে তা আপাতত বিক্রি করতে পারবেন না এ গায়ক।

(ঊষার আলো-আরএম)