ঊষার আলো ডেস্ক : কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ অন্তঃসত্ত্বা নুসরাত জাহান। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ (২৫ আগস্ট) কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৬ আগস্ট) পৃথিবীর আলো দেখবে এই অভিনেত্রীর সন্তান। এ সময়ে যশকে পাশে থাকার কথা বলেছিলেন নুসরাত। তবে, এই অভিনেতা থাকতে পারবে কিনা তা জানা যায়নি। হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়ে নুসরাত-যশ বা হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কোনো বক্তব্য দেয়নি।
(ঊষার আলো-আরএম)