UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৬ দিন পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

usharalodesk
মে ৭, ২০২২ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : আন্তর্জাতিক শ্রমিক দিবস, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৬ দিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরে সকল প্রকার কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর, শ্রমিক দিবস ও সাপ্তাহিক ছুটি সহ ৬ দিন বন্ধের পর আজ সকাল ১১ টায় ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়েছে।

বন্দরে ভারতীয় পণ্যবাহী গাড়িগুলো প্রবেশ করছে। গাড়িগুলো আনলোড করে দেশি গাড়িতে লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান বলেন, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ৬ দিনে চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

ঊষার আলো-এসএ