UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা বিভাগে করোনায় আরও ৫১ মৃত্যু, আক্রান্ত ১৭৩২

usharalodesk
জুলাই ৮, ২০২১ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা বিভাগে করোনাভাইরাসে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৭৩২ জন। বৃহস্পতিবার (৮ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১০ জন, যশোরে ৬ জন; ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নড়াইল ও মাগুরায় ৩ জন করে ও বাগেরহাটে ও মেহেরপুরে ১ জন করে মৃত্যু হয়েছে।

খুলনা বিভাগের মধ্যে গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় ১ম করোনা রোগী শনাক্ত হয়। শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৫৩১ জন। আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৪১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪৪ হাজার ১৮৪ জন।

(ঊষার আলো-আরএম)