UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজও জামিন পেলেন না আরিয়ান খান

usharalodesk
অক্টোবর ১৪, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আজও (১৪ অক্টোবর) জামিন পেলেন না শাহরুখপুত্র আরিয়ান খান। জামিন না পাওয়ায় আপাতত তাকে থাকতে হবে জেল হেফাজতেই।

আদালত ঘোষণা করেছে, এ মামলার পরবর্তী শুনানি হবে আগামী বুধবার, ২০ অক্টোবর। কাজে ততদিন তাকে জেল হেফাজতেই থাকতে হবে।

শুনানির সময় ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা (এনসিবি)-র আইনজীবী অনিল সিংহ দাবি করেন যে, প্রমোদতরীর ওই পার্টিতে আরিয়ান মাদক চেয়ে পাঠিয়েছিলেন। আন্তর্জাতিক মাদক চক্রের সাথেও শাহরুখপুত্রের যোগাযোগ ছিল বলে মনে করছেন তিনি।
সে বিষয়ে আরও গভীরে গিয়ে তদন্ত করার জন্য আরিয়ানকে হেফাজতে রাখার আবেদন জানিয়েছেন তিনি।

মাদকচক্রের ষড়যন্ত্রে আরিয়ানও শামিল ছিলেন। আদালতে এমনই দাবি করে এনসিবি। আরিয়ান ও তার সঙ্গী আরবাজ শেঠ মার্চেন্টের কাছ থেকে নিষিদ্ধ মাদক পাওয়া গেছে বলে জানায় ভারতের এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
তাদের যুক্তি, আরিয়ানের কাছ থেকে কত পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, তা গুরুত্বপূর্ণ নয়। তবে আন্তর্জাতিক মাদক চক্রের হদিস পেতে তাদের বয়ান জরুরি হয়ে উঠেছে।

তদন্তকারীরা মনে করছেন, ওই পার্টি থেকে বাকি যারা আটক হয়েছেন, তাদের মতোই ভূমিকা পালন করেছেন শাহরুখপুত্রও। ফলে বুধবারও আরিয়ানের জামিনের বিরোধিতা করেন তদন্তকারীদের আইনজীবী।

অন্যদিকে শাহরুখের নিযুক্ত আইনজীবী দাবি করেন, শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হলে তদন্তে কোনও প্রভাব পড়বে না।

(ঊষার আলো-এফএসপি)