UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আজ থেকে নতুন রুটিনে প্রাথমিকে ক্লাস শুরু

usharalodesk
অক্টোবর ২, ২০২১ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আজ (২ অক্টোবর) থেকে সংশোধিত রুটিন অনুযায়ী প্রাথমিকের শ্রেণি কার্যক্রম পরিচালনা শুরু হচ্ছে।

সংশোধিত রুটিন অনুসারে, নতুন রুটিনে স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন প্রথম শিফটে ক্লাস শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। আর তিনটি বিষয়ে ৪৫ মিনিট করে পাঠদান চলবে। এবং তা শেষ হবে ১২টা ৫ মিনিটে।

কিন্তু শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে শ্রেণিকক্ষে ঢুকতে হবে।

আর দ্বিতীয় শিফটে ক্লাস শুরু হবে দুপুর ১টা ১৫ মিনিটে যা শেষ হবে বেলা ৩টা ৪৫ মিনিটে। তবে শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশ করবে দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিটের মধ্যে।

নতুন রুটিন অনুযায়ী, তৃতীয় শ্রেণির ক্লাস রোববার ও বৃহস্পতিবার। আর চতুর্থ শ্রেণির ক্লাস শনিবার ও বুধবার অনুষ্ঠিত হবে। এছাড়াও মঙ্গলবার প্রথম শ্রেণি ও সোমবার দ্বিতীয় শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে। তবে পঞ্চম শ্রেণির ক্লাস প্রতিদিনই অনুষ্ঠিত হবে।

(ঊষার আলো-এফএসপি)