UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমি সব সময় পজিটিভ চিন্তা করি-ঊর্মিলা

usharalodesk
জুন ১২, ২০২১ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : একজন শিল্পীর সব কাজ আলোচনায় আসে না। আবার অনেক ভালো কাজও বিভিন্ন কারণে আড়ালে চলে যায়। তবে আমি সব সময় পজিটিভ চিন্তা করি। আমাদের যে সমস্যা রয়েছে এগুলো সব ঠিক হবে। গল্প সংকট, বাজেটসহ নানা সমস্যার মধ্যে আমাদের নাটক নির্মাণ হচ্ছে। টিভি নাটক নিয়ে এভাবে কথাগুলো বলছিলেন জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় রয়েছে। আমি একেবারে তৃণমূলের কর্মী ছিলাম। সেখান থেকে এ পর্যন্ত আসার জার্নিটা একেবারেই অন্যরকম। এটা আমার জীবনের অন্যতম প্রাপ্তি। রাজনীতি ও অভিনয় ২টি সমন্বয় করেই এগিয়ে যাবো। এদিকে ঈদের ছুটির পর গেলো মাসের শেষের দিকে এ অভিনেত্রী শুটিংয়ে ফিরেছেন। ‘একশতে ১০০’ ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান।
তিনি আরো বলেন ‘একশোতে ১০০’, ‘হ্যামিলনের বাঁশিওয়ালা, ‘হুলুস্থুল’, ‘পরাধীন’সহ বেশ কিছু ধারাবাহিক নাটকের কাজ হাতে আছে। এগুলোর পাশাপাশি আসছে ঈদের কাজ নিয়েও ব্যস্ত থাকতে হবে। ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে আমি সব সময় টিভি নাটকের দর্শকের সঙ্গে রয়েছি। শুটিংয়ে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তিনি বলেন, শুটিংয়ে অনেক মানুষই থাকে। তাই ঝুঁকিও থাকে। তবে আমরা বরাবরই চেষ্টা করছি বিধি মেনেই শুটিং করবার। এখন পর্যন্ত নীয়ম-নীতি মেনেই কাজ করছি। আগামীকাল মাছরাঙা টিভিতে ঊর্মিলর ‘হুতী’ শিরোনামের একটি টেলিছবি প্রচার হবে। এতে তিনি জুটি বেঁধেছেন মীর সাব্বিরের সঙ্গে। এটি নির্মাণ করেছে মাহমুদ হাসান রানা। টিভি নাটকের বাইরে ‘ফ্রম বাংলাদেশ’- শিরোনামের একটি ছবিতে কাজ শুরু করছে তিনি। করোনার কারণে ছবিটির কাজ শেষ হয়নি এখনও। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই বড় পর্দায় দর্শকরা এ অভিনেত্রীকে দেখতে পাবে বলে জানান।

(ঊষার আলো- এম.এইচ)