UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহত্যা

koushikkln
জুন ১১, ২০২১ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর প্রতিনিধি : যশোরের মণিরামপুরে ইঁদুর মারা ওষুধ খেয়ে সাহারা খাতুন (২৪) নামে এক সন্তানের জননীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত মধ্যরাতে তার মৃত্যু হয়। সাহারা উপজেলার খেদাপাড়া গ্রামের নির্মাণ শ্রমিক শরিফুল ইসলামের স্ত্রী। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, আড়াই বছরের ছেলে আবু জার কোল থেকে পড়ে আহত হওয়া নিয়ে সাহারা ও শরিফুলের মধ্যে মনোমালিন্য হয়। বৃহস্পতিবার (১০জুন) একই ঘটনায় তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর রাতে ঘরে থাকা ইঁদুর মারা ওষুধ খায় সাহারা। রাত নয়টার দিকে একবার সে বমি করে। তখন স্বামী টের পেয়ে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে মৃত্যু হয় গৃহবধূর।
এসআই গোলাম রসুল বলেন, নিহতের লাশ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।