UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের নতুন প্রেসিডেন্ট রাইসিকে নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল

usharalodesk
জুন ২০, ২০২১ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ইব্রাহিম রাইসি। কট্টরপন্থী মনোভাবাপন্ন এই রাজনীতিবিদ ৬২ শতাংশ ভোটে নির্বাচনে জয় হয়েছেন বলে জানা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, ইরানের নির্বাচনে নির্বাচিত নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুতর উদ্বেগ থাকা উচিত।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র লাইয়োর হায়াত বলেন, এখন পর্যন্ত ইরানের সর্বাধিক কট্টরপন্থী প্রেসিডেন্ট এই রাইসি।
তিনি সতর্ক করে দিয়ে বলেছে, নির্বাচিত এই নেতা ইরানের পরমাণু কর্মসূচিতে গতি বাড়িয়ে দিতে পারে।

(ঊষার আলো-এম.এইচ)