UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আদনানের সন্ধান চেয়ে অ্যামনেস্টির বিবৃতি

usharalodesk
জুন ১৫, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের আলোচিত একজন ইসলামিক বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

গতকাল সোমবার (১৪ জুন) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এ বিবৃতিতে বলা হয়, আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তার তিন সঙ্গী গত বৃহস্পতিবার ঢাকা থেকে নিখোঁজ হন। নিখোঁজ আবু ত্ব-হা ও তার সঙ্গীদের অবস্থান শনাক্তে বাংলাদেশের কর্তৃপক্ষকে দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। আর তারা যদি রাষ্ট্রীয় হেফাজতে থেকে থাকে, তাহলে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।’

ক্রিকেটার থেকে আলোচিত ইসলামী বক্তা হওয়া ৩১ বছর বয়সী আদনানের নিখোঁজের পর হতেই রংপুরে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। পুলিশ জানায়, আদনানেন গাড়িচালক আমির উদ্দীন ও তার সাথে থাকা আব্দুল মুহিত এবং মোহাম্মদ ফিরোজ নামে দুজনও নিখোঁজ রয়েছেন। ওই রাতের পর থেকেই তাদের সবার মোবাইল ফোন বন্ধ আছে।

১০ জুন ছেলে রিখোঁজ হওয়ার পরের দিন আদনানের মা আজেদা বেগম রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় জিডি করেন।

মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, ‌‘আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। আদনানের মোবাইল ফোন সর্বশেষ খোলা ছিল টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত। এরপর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়।’

(ঊষার আলো-এফএসপি)