UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

উপকূলে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

usharalodesk
মে ২৮, ২০২১ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় উপকূলে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে শুক্রবার (২৮ মে) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণবঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংগঠনের সভাপতি সালেহ উদ্দিন সবুজের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৌরভ গাইন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর কোটি কোটি টাকা বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হলেও তা যথাযথভাবে কাজে লাগানো হয় না। ফলে সামান্য জোয়ারের পানিতে বাঁধ ভেঙে পানি প্রবেশ করে লোকালয়ে। স্থানীয় নেতৃবৃন্দের প্রতি সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলেছে।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বক্তারা বলেন, উপকূলের লাখ-লাখ মানুষ আজ আপনার উদ্যোগের দিকে তাকিয়ে আছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে কক্সবাজার মেরিন ড্রাইভের মতো খুলনা থেকে সাতক্ষীরা পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ করে এ অঞ্চলের মানুষের জানমাল রক্ষা করুন। এতে শুধু পর্যটনশিল্প নয়, উপকূলের মানুষের জীবনমানও উন্নত হবে।
এ সময় বক্তব্য রাখেন, আমরা খুলনাবাসীর আহ্বায়ক মাহাবুবুর রহমান খোকন, খুলনা ব্লাড ব্যাংকের উপদেষ্টা জিয়াউর রহমান স্বাধীন, কমলেশ বাছাড়, সালাউদ্দিন শান্নু, তারিকুজ্জামান, গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা জিএম মহিউদ্দিন, উন্নয়নকর্মী নুরুর রহমান বাচ্চু, আবু হানিফ, মীর লিটন হোসেন, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান প্রমুখ।
মানববন্ধনে আমরা খুলনাবাসী, গাবুরা ওয়েলফেয়ার সোসাইটি, উপকূল উন্নয়ন ভাবনা, হিউম্যান ওয়েল ফেয়ার সোসাইটি, জাতীয় সমাজকল্যাণ পরিষদসহ একাধিক সংগঠন অংশগ্রহণ করে।

(ঊষার আলো-এমএনএস)