UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবারও সৌদির বাইরের কেউ হজ্ব করতে পারবেন না

usharalodesk
জুন ১২, ২০২১ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সৌদি আরব চলতি বছরও হজ্বযাত্রীদের সংখ্যা সীমিত করছে। ফলে সৌদি আরবের বাইরের কেউ এবার হজ্ব করতে পারবেন না। করোনাভাইরাস সংক্রমণের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বছরও সীমিত পরিসরে হজ্ব আয়োজন করা হয়েছিল।
সৌদি আরবের স্বাস্থ্য ও হজ মন্ত্রণালয় শনিবার (১২ জুন) ঘোষণা করে, চলতি বছরের হজে মোট ৬০ হাজার লোককে হজ্ব করার অনুমতি দেয়া হবে।
এতে জোর দিয়ে বলা হয়, হজ্ব করতে ইচ্ছুকদের অবশ্যই সব ধরনের জটিল রোগ থেকে মুক্ত হতে হবে। এছাড়া তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছর। তাদের সবাইকে করোনাভাইরাসের টিকাও গ্রহণ করতে হবে। তাদের কেউ সৌদি আরবের বাইরের কোনো দেশের হতে পারবেন না। আগামী মাসের মাঝামাঝি সময় এ বছরের হজ্ব অনুষ্ঠিত হবে।

(ঊষার আলো-এমএনএস)