UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এ্যাডঃ মঞ্জুরুল ইমামের ১৮ তম শাহাদাৎ বার্ষিকীতে নগর যুবলীগের শ্রদ্ধা

usharalodesk
আগস্ট ২৫, ২০২১ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট  : খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডঃ মঞ্জুরুল ইমামের ১৮তম শাহাদাৎ বার্ষিকী আজ। শাহাদাৎ বার্ষিকীতে বুধবার (২৫ আগস্ট) সকালে নগরীর শামসুর রহমান রোডস্থ ঘটনাস্থলে নির্মিত অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।

২০০৩ সালের ২৫ আগস্ট সকালে রিক্সাযোগে আদালতে যাওয়ার সময় নগরীর শামসুর রহমান রোডস্থ নিজ বাসভবনের অদূরে আতঁতায়ীর বোমা ও গুলিতে নিহত হন খুলনার এই আওয়ামী লীগ নেতা । এ সময় তারসঙ্গে থাকা জুনিয়র আইনজীবী বিজন বিহারী মণ্ডল ও রিক্সাচালক সাইফুল ইসলাম আকনও নিহত হন। এ ঘটনায় নিহত মঞ্জুরুল ইমামের ছেলে সদর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা করেন। বিচার শেষে হত্যা মামলায় সব আসামী খালাস পায় ও বিস্ফোরক মামলায় একজনের সাজা হয়।

যুবলীগ খুলনা মহানগর শাখার শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, সদস্য কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, কাজী কামাল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, মাহামুদুল হাসান শাওন, জব্বার আলী হীরা, জহির আব্বাস, যুবলীগ নেতা ইকবাল কবীর লিটন, ইব্রাহিম হোসেন তপু, জামিল আহমেদ সোহাগ, মহিদুল হক শান্ত প্রমূখ।

এর আগে, নেতৃবৃন্দ শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যারয় হতে শামসুর রহমান রোডস্থ অস্থায়ী বেদী পর্যন্ত অনুষ্ঠিত নগর আওয়ামী লীগের শোক র‌্যালীতে অংশগ্রহন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ নগরীর বয়রাস্থ মরহুমের কবর জিয়ারত করেন ও কবরস্থানের মসজিদে দোয়াই অংশগ্রহন করেন।

এদিকে, বিটিভি’র চিত্র সাংবাদিক রাজু সাহা বিপ্লবের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। তার পিতা বিধান সাহা আজ(বুধবার) সকালে পরলোকগমন করেছেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ।

(ঊষার আলো-আরএম)