UsharAlo logo
মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঐতিহাসিক ছয় দফা দিবসে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

usharalodesk
জুন ৭, ২০২১ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার উদ্যোগে সোমবার (৭ জুন) জেলার দলীয় কার্যালয়ে (৭ জুন) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি তার বক্তৃতায় বলেন বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অনন্য প্রতিবাদী ও আত্মত্যাগের সংগ্রামী একটি দিন ৭ জুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের অন্যতম গৌরবময় অধ্যায় হলো ৬-দফা আন্দোলনে নেতৃত্ব দেয়া। বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ পথ চলার আহবান জানান।
প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী এ্যাড সুজিত অধিকারী বলেন এই ৬ দফা আন্দোলনের মধ্য দিয়েই ১৯৬৯ এর গণঅভ্যূত্থান, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ তথা বাঙালির বিপুল বিজয় এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বিশ্বের স্বাধীন মানচিত্রে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।
৬ দফা আন্দোলনের মধ্য দিয়েই শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’তে রূপান্তরিত হন।
এছাড়া আলোচনায় অংশ নেন বি এম এ সালাম, এডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল, আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, এডভোকেট ফরিদ আহমেদ, সরদার আবু সালেহ, জুবায়ের আহমেদ খান জবা, শ্রীমন্ত অধিকারী রাহুল, এডভোকেট শাহ আলম, মোজাফফর মোল্লা, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, মোঃ খায়রুল আলম, আজগর আলী বিশ্বাস তারা, জামিল খান, ফারজানা ফেরদৌস নিশি, শিউলি সারোয়ার, সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, খান সাইফুল ইসলাম, উজ্জ্বল দাস, মাহফুজুর রহমান সোহাগ, বিধানচন্দ্র রায়, অ্যাডভোকেট প্রতাপ রায়, রেজাউল করিম রেজা, মোঃ ইমরান হোসেন, দীব পান্ডে বিশ্ব, তানভীর রহমান আকাশ, চিশতি নাজমুল বাসার, জাহাঙ্গীর হোসেন, বিবেকানন্দ রায়, খাইরুল বাশার, পলাশ রায়, সাইফুল ইসলাম সাইফ, বিশ্বজিৎ মন্ডল, আব্দুল খালেক স্বাধীন, নীলমণি, জাহিদ ইমরান, রুবেল ইসলাম আকাশ, আরিফ, সুমন, রাশেদ, সৌরভ প্রমুখ।
সভায় জেলা আওয়ামী লীগ সদস্য ফারজানা ফেরদৌস নিশি বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশন এর সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানানো হয়।
এবং খুলনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট কাজী বাদশা মিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনা করা হয়।

(ঊষার আলো-এমএনএস)