UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে শ্রীলঙ্কা

usharalodesk
মে ১২, ২০২১ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। আগামী ২৩ মে থেকে এ সিরিজটি শুরু হবে । বুধবার(১২ মে) দুপুরে এক বিবৃতিতে দল ঘোষণা করে বোর্ড। নিয়মিত অধিনায়ক হিসেবে দিমুথ করুণারত্নের পরিবর্তে এ সিরিজে নেতৃত্ব দেবেন কুশল পেরেরা। করুণারত্নেসহ এ সফরের দলে নাই অ্যাঞ্জেলো ম্যাথুজ, সুরঙ্গা লাকমাল, দীনেশ চান্দিমাল, নুয়ান প্রদীপদের মতো নামকরা ক্রিকেটাররা। আগামী ১৬ মে ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ৩ দিন কোয়ারেন্টাইনের পর শুরু হবে তাদের অনুশীলন। ২৩, ২৫ এবং ২৮ মে ৩টি ওয়ানডে হবে। খেলাগুলো সবই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শ্রীলঙ্কা টিমে আছেন : কুশল জেনিথ পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আশেন বান্দারা, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, ইসরু উদানা, চামিকা করুনারত্নে, লাকসান সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, দুশমান্তা চামিরা, আকিলা ধনঞ্জয়া, শিরান ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো এবং আসিথা ফার্নান্দো।

(ঊষার আলো-আরএম)