UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে মাস্ক পরিধান করতে হবে

usharalodesk
জুন ১, ২০২১ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ এরশাদ হোসেন রনি, মোংলা : প্রত্যেক মানুষকে পাহারা দেয়া সম্ভব না। টিকা বলেন, ঔষধ বলেন মহাঔষধ বলেন করোনা ভাইরাস মোকাবেলা এবং সমস্যা সমাধানে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। লকডাউন ঘোষণা করা সহজ কিন্তু তার ইমপ্যাক্ট যদি চিন্তা করেন তাহলে দেখবেন শ্রমজীবি মানুষ, ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবে এবং আয় রোজগার বন্ধ হয়ে যাবে। তাই ক্ষতির হাত থেকে বাঁচতে সবাই সচেতন হই, মাস্ক পরি, সামাজিক দূরত্ব বজায় রাখি এবং স্বাস্থ্যবিধি মেনে চলি। মঙ্গলবার (১ জুন) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন আয়োজিত সরকারি কর্মকর্তাগণ ও সুধীজনের উপস্থিতি কোভিড-১৯ সংক্রমণ রোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান বক্তৃতায় বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান একথা বলেন।
মঙ্গলবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ কে এম হুমায়ুন কবির, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান ও থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসান হাবীব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ কবির হোসেন প্রমূখ। মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক ঘূর্ণিঝড় চ্ইয়াসচ্র প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এবং দক্ষিণ কাইনমারি গ্রামের ক্ষতিগ্রস্থ সহস্রাধিক মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করেন। এ সময় ক্ষতিগ্রস্থ প্রতিজনকে তিনি ৫শ’ টাকা প্রদান করেন।

(ঊষার আলো-এমএনএস)