UsharAlo logo
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় বাইক দুর্ঘটনায় আহত জুনায়েদের মৃত্যু

koushikkln
ডিসেম্বর ২৫, ২০২২ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

সৈয়দ রাসেল, কলাপাড়া: পটুয়াখালীতে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত মাদ্রাসা ছাত্র জুনায়েদ মৃত্যু বরন করেছে।

রোববার (২৫ ডিসেম্বর) ভোর ৪ টায় ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন জুনায়েদ।

উল্লেখ্য, শুক্রবার (২৩ ডিসেম্বর) মাদ্রাসার ছাত্র আবু সাঈদ (১৭) তার বড় ভাইয়ের মোটরসাইকেলে বিয়াই জুনায়েদ (১১) কে নিয়ে ঘুরতে আসে। পরে বাড়ি ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে মহাসড়কের রজপাড়া সিকদারবাড়ি নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাইলফলকের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান মাদ্রাসা ছাত্র আবু সাঈদ। গুরুতর আহত হয় বাইকে থাকা তার বেয়াই জুনায়েদ।  স্থানীয়রা দুজনকেই কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা, এবং অচেতন জুনায়েদকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করে। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় নেওয়া হয়।  অবশেষে রোববার ভোর ৪ টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু বরন করে। মৃত্যু দুজনের বাড়িই উপজেলার ধানখালীতে।

ওই দুইজনের মৃত্যুতে তাদের পরিবার ও মাদ্রাসাসহ শোকে কাতর গোটা এলাকা।