UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কালবৈশাখীতে রংপুরের আম চাষিদের মাথায় হাত

usharalodesk
এপ্রিল ১৮, ২০২১ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ১৬ এপ্রিল (শুক্রবার) রাতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের আঘাতে রংপুরের হাড়িভাঙ্গা আম চাষিদের স্বপ্নভঙ্গ হতে শুরু করেছে। ঝাড়ের কারণে অধিকাংশ গাছের আমই ঝরে পড়েছে। ফলে আম চাষিরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। অথচ সুস্বাদু এই আম জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে বাজারে পাওয়ার কথা ছিল।তবে কৃষি বিভাগ বলছে তেমন কোন ক্ষতি হয়নি।
আম চাষিদের সাথে কথা বলে জানা গেছে, করোনার কারণে কীটনাশক সংকট, শ্রমিক সংকটে পরিচর্যার অভাব, কৃষি বিভাগের পরামর্শ থেকে বঞ্চিত হওয়া হাড়িভাঙ্গা আমের ন্যায্যমূল্য প্রাপ্তি নিয়ে শঙ্কা ছিল। তারপর কালবৈশাখীর আঘাতে আম বাগানের আম ঝরে পড়েছে।
চাষিরা জানান, তারা প্রতিবছর শুধু হাড়িভাঙ্গা আম বিক্রি করে ২০০ কোটি টাকার ওপর আয় করেন। এবার ঝড়ের কারণে অধিকাংশ বাগানের আম ক্ষতিগ্রস্ত হয়েছে। বদরগঞ্জের শ্যামপুরের আমচাষি শফিকুল ইসলাম, বেলাল হোসেন, শামছুজ্জামান, হাবিবুর রহমানসহ বেশ কয়েকজন জানান, ঝড়ের কারণে তাদের সকলের স্বপ্ন ভঙ্গ হওয়ার পথে। অধিকাংশ গাছের আম ঝরে পড়েছে। তারা জানান, ঝড়ে আম ছাড়াও কলা, মরিচ, পটল, ভুট্টাসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)