UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর উপহার পাবে ১৬৫টি গৃহহীন পরিবার

usharalodesk
জুন ১৮, ২০২১ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে শুক্রবার (১৮ জুন) সকালে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান উপলক্ষে প্রেসবিফ্রিং অনুষ্ঠিত হয়। প্রেসব্রিফিং এ লিখিত বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম।
জেলা প্রশাসক জানান, আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে কুষ্টিয়ার ১৬৫ টি গৃহসহ সমগ্র দেশে ৫৩ হাজার ৩ শত ৪০ টি গৃহহীন পরিবারের অনুকুলে গৃহের জমির দলিল ও ঘরের চাবী হস্তান্তর করবেন।
বর্তমান বিশ্বে এটি একটি নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে বলে কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম প্রেস ব্রিফিংকালে সাংবাদিকদের জানান।
প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সিরাজুল ইসলাম, এনডিসি সিরাজুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
(ঊষার আলো-এমএনএস)