UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কৃত্রিম পায়ে দৌঁড়ে বিশ্বরেকর্ড মার্কিন নারীর!

usharalodesk
আগস্ট ১৮, ২০২১ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কৃত্রিম পায়ে ১০০ কিলোমিটার দৌঁড়ে গিনেস বুকে ঠাঁই করে নিয়েছন অ্যামি পালমিরো উইন্টারস নামের এক মার্কিন নারী। ১৯৯৪ সালে দুর্ঘটনায় নিজের একটি পা হারান অ্যামি।

গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষ জানা যায়, ট্রেডমিলে কৃত্রিম পা নিয়ে ১০০ কিলোমিটার দৌঁড়াতে অ্যামির সময় লেগেছে মোট ২১ ঘণ্টা ৪৩ মিনিট ২৯ সেকেন্ড।

১৯৯৪ সালে অ্যামির মোটরসাইকেলে একটি গাড়ির সাথে ধাক্কা লাগলে তার একটি পা হাঁটুর একটু উপর থেকে কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা। এ দুর্ঘটনার কয়েকদিন আগেই অ্যামি বোস্টন ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতায় জিতেছিলেন।

চিকিৎসকরা যখন কিনা অ্যামির জীবন বাঁচাতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তখন তিনি ভাবছিলেন কীভাবে নিজের অন্যতম শখটি পূরণ করতে পারবেন। এক পুত্র সন্তানের মা অ্যামি জানান, দৌঁড়াতে তার ভালো খুব লাগে। এ দৌঁড় তাকে জীবনের সমস্যা মোকাবেলায় সাহায্য করে।

গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানা যায়, ২৫টি অস্ত্রোপচার, থেরাপি ও পুনর্বাসনের পরও অ্যামি শুধু ম্যারাথনের অংশ নেননি, বিশ্ব রেকর্ডও করেছেন তার প্রবল মানসিক জোরের কারণে।

(ঊষার আলো-এফএসপি)