UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোনো দুর্বলতা নেই বাজেটে : অর্থমন্ত্রী

usharalodesk
জুন ৯, ২০২১ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে কোনো উইকনেস (দুর্বলতা) নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, নিম্ন আয়ের মানুষদের যদি আমরা চিহ্নিত করতে পারি ও অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে পারি তাহলে আগামীতে আমাদের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। বুধবার (৯ জুন) অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা এবং সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাজেট নিয়ে নিম্ন আয়ের মানুষের জন্য সুবিধা রাখা হয়নি এমনটি বিশ্লেষকরা মন্তব্য করেছেন। তিনি বলেন, বাজেটে কোন দুর্বলতা নেই। বাজেটটি যখন বাস্তবায়ন শুরু হবে, তখন আমরা দেখবো কারা উপকারভোগী। এদেরকে নিয়ে আপনাদের প্রশ্ন তাদের কাভার করার জন্যই আমরা এবারের বাজেট সাজিয়েছি।তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি এবং প্রধানমন্ত্রীও আমাদের নির্দেশ দিয়েছেন সেটি হচ্ছে নিম্ন আয়ের মানুষদের যদি আমরা চিহ্নিত করতে পারি এবং অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে পারি, তাহলে আগামীতে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে। এই নীতিতে আমরা বিশ্বাস করি এবং সেভাবে কাজ করে যাচ্ছি। বাজেটও সেভাবেই সাজানো হয়েছে।

(ঊষার আলো-আরএম)