UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালিশপুরে নেই কঠোর বিধি-নিষেধ, অবাধে বিচরণ

usharalodesk
জুন ৫, ২০২১ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

উষার আলো প্রতিবেদক : জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি ঘোষিত কঠোর বিধি-নিষেধ আরোপের লক্ষে গত ৪জুন হতে নগরীর খালিশপুর থানাধীন এলাকায় করোনা সংক্রমন প্রতিরোধে টানা সাতদিনের জন্য লকডাউন না দিয়ে কঠোর বিধি নিষেধ আরোপ করেন। সেনুসারে দোকানপাট, শপিংমল, মার্কেট বন্ধ থাকবে, কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় মুদিদোকান বিকাল ৫টা পর্যন্ত খোলা, নির্ধারিত সময়ের পরে এ সব দোকান আর খোলা না রাখা, ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতাকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করা, স্বাভাবিক ভাবে ৩ফুট দূরত্ব বজায় রেখে চলা, ঔষধের দোকান সার্বক্ষনিক খোলা, হোটেল রেস্তারায় বসে না খাওয়া তবে পার্সেল করা সহ সন্ধ্যার পর রাস্তা বা মোড়ে বা স্থানে একের অধিক কেউ অবস্থান বা একসাথে চলাফেলা না করাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা আরোপিত হলেও তা বাস্তবে খালিশপুর থানাধীন এলাকায় খুব বেশি নজর কাড়েনি এমন চিত্র উঠে এসেছে কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিনে মহানগরীর খালিশপুর থানাঞ্চলের সর্বখানে।
সরেজমিনে, কঠোর বিধি নিষেধের শর্ত আরোপিত হলেও প্রতিদিনের মতো স্বাভাবিক চলাচল করতে দেখা যায় খালিশপুর বাসীকে। বিশেষ করে নজরকাড়া জনসমাগম পরিলক্ষিত হয়েছে মানষী বিল্ডিং মোড়, মুহসীন কলেজ মোড়, বকুল তথা, চিত্রালী বাজার সম্মুখ বিহারী কোলনী, জুট মিলগুলোর সম্মুখে চায়ের দোকান, নয়াবাটি বটতলা চত্ত্বর, উত্তর কাশিপুর বিভিন্ন মোড়ে মোড়ে, তেল ডিপো গুলোর সম্মুখে, বিআরডিসি রোড়ে অর্ধসার্ডারে অধিকাংশ দোকানগুলোই ছিল খোলা। এছাড়া রাস্তায় ইজিবাইক, মাহেন্দ্র , রিক্সা চলাচল ছিল স্বাভাবিক। বিনা প্রয়োজনে বাড়ীর বাইরে বের না হওয়ার নির্দেশনা থাকলেও চায়ের দোকান খেলার মাঠ, মোড়ে মোড়ে উঠতি বয়সী তরুনদের আড্ডা প্রতীয়মান হয়েছে। তাছাড়া অনেকের মুখেই ছিলনা মাস্কই। সাতদিনের কঠোর বিধি-নিষেধে বাড়ীর বাইরে বের না হওয়া, দোকানপাট বন্ধ থাকার নির্দেশনা আরোপ করা হলেও দ্বিতীয় দিনেও সামাজিক দূরত্ব তথা জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধির মানার খুব কমই প্রবণতা দেখা গেছে থানাধীন এলাকায়।
খালিশপুর থানার নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, জেলা প্রশাসন কর্তৃক সাত দিনের কঠোর বিধি নিষেধ কঠোর হস্তে পালন করা হচ্ছে। আমার থানাধীন এলাকায় ঘোষিত প্রজ্ঞাপনের আলোকে করোনা সংক্রমনের রোধের লক্ষে কঠোর বিধি নিষেধ পালনে অতিরিক্ত পুলিশ মোতায়নসহ বিশেষ টহল ও চেকপোষ্ট বসানো হয়েছে। সাত দিনের কঠোর বিধি নিষেধ পালনে খালিশপুর থানা নিরালস ভাবে কাজ করে যাবে বলে জানান এ কর্মকর্তা।

(ঊষার আলো-এমএনএস)