UsharAlo logo
শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুবিতে ৩৩৫ কোটি টাকার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পিআইসির সভা 

koushikkln
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তিনশত পয়ত্রিশ কোটি টাকারও বেশি ব্যয় সাপেক্ষ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (প্রথম সংশোধিত) প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) এক সভা ১৭ সেপ্টেম্বর শনিবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দিন আহমদ ভবনের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পিআইসি কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বর্ণিত প্রকল্পের অধীন সমাপ্ত, নির্মাণাধীন অবকাঠামোসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের অগ্রগতি, উদ্ভূত সমস্যা ও সমাধানে প্রয়োজনীয় সুপারিশ নিয়ে আলোচনা করা হয়। সশরীরে এবং অনলাইনে মিশ্র অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভার শুরুতে প্রকল্পের পরিচিতি, প্রকল্পের উদ্দেশ্য, আর্থিক অগ্রগতি, প্রকল্পের অঙ্গভিত্তিক বাস্তবায়ন অগ্রগতি পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক ড. মোঃ হাসানুজ্জামান।
সভায় অগ্রগতি পর্যালোচলনায় দেখা যায় নতুন উপাচার্য যোগদানের পর তাঁর গতিশীল নেতৃত্ব, পরামর্শ ও গৃহীত পদক্ষেপের ফলে একবছরের মধ্যে সকল স্তরে কাজের গতি ফিরে এসেছে। তবে ১১ তলা আবাসিক ভবন নির্মাণ কাজের চুক্তির পরও ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ করতে অনাগ্রহের ফলে এ ভবনটির  কাজের অগ্রগতি আশাব্যঞ্জক নয়। এ ক্ষেত্রে নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়টিও আলোচনায় স্থান পায়। এই ভবনটি ছাড়া প্রকল্পের অন্য সবক্ষেত্রে কাজের গতি ফিরে আসায় এবং নতুন উপাচার্যের নেতৃত্ব ও পদক্ষেপে প্রকল্পের সবদিকে মনিটরিং জোরদার হওয়ায় প্রতিনিধিদলের সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। প্রতিনিধিবৃন্দ প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু অভিমত প্রদান করেন। উপাচার্য এ প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে সর্বাত্মক প্রচেষ্টার কথা উল্লেখ করেন এবং প্রতিনিধি দলের সহায়তা কামনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।

অপরদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাউশি বিভাগের যুগ্মসচিব (পরিকল্পনা) মুহাম্মদ জহুরুল ইসলাম, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের উপপ্রধান (শিক্ষা উইং) নাজিয়া ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপ-সচিব (বাজেট-২) মোঃ তারিকুল ইসলাম খান, পরিকল্পনা কমিশনের (একনেক অধিশাখা) উপ-প্রধান নিশাত জাহান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিচালক (পঃ ও উঃ) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূইয়া, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের উপপ্রধান (শিক্ষা উইং) নাহিদ উল মোস্তাক, শিক্ষা মন্ত্রণালয়ের মাউশি-র পরিকল্পনা শাখার উপসচিব বেগম আসমা নাসরীন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপ-পরিচালক (পঃ ও উঃ) শিবানন্দ শীল এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিনিয়র সহকারী পরিচালক (পঃ ও উঃ) আকরাম আলী খান উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রকল্প তদারকি কমিটির সভাপতি প্রফেসর ড. খো. মাহফুজ-উদ-দারাইন, সহকারী অধ্যাপক মাহমুদ-উজ-জামান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আবদুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ আবুল বাশার এবং উপাচার্যের সচিব সঞ্জয় সহাসহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিনিধিদলের সদস্যবৃন্দ চলমান বিভিন্ন ভৌত-অবকাঠামোর কাজ সরেজমিনে পরিদর্শন করেন।