UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় গণমাধ্যমকর্মীদের নিয়ে জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

pial
আগস্ট ৩০, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

তথ্যবিবরণ : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এর লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেন্ট চেঞ্জ (লজিক) প্রকল্পের আয়োজনে খুলনায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়ন সংশ্লিষ্ট সংবাদ পরিবেশন বিষয়ক এক কর্মশালা আজ (মঙ্গলবার) সকালে খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি’র লজিক প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাতের ফলে আগামীতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রায় দুই কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে থাকবে। দেশের দক্ষিণাঞ্চলের লবণাক্ততা বৃদ্ধির প্রবণতা ৬ শতাংশ বাড়বে। একই সাথে ঘূর্ণিঝড় প্রবণ এলাকার আয়তন প্রায় তিন হাজার বর্গ কিলোমিটার বৃদ্ধি পাবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সঠিক নীতি প্রণয়ন, বাস্তবায়ন ও প্রযুক্তি ভিত্তিক ব্যবস্থাপনার ওপর জোর দেয়া প্রয়োজন। এছাড়া কর্মশালায় জলবায়ু পরিবর্তনের ফলে খুলনাঞ্চলে সৃষ্ট সমস্যা ও তার সমাধান কল্পে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমকর্মীরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই কারণে জলবায়ু তহবিল ব্যবহারে খুলনার উপকূলীয় এলাকা অগ্রাধিকার পাওয়ার দাবী রাখে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানির প্রবেশ বন্ধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। জলবায়ু তহবিলের অর্থের ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে। একই সাথে গণমাধ্যমকর্মীদের এই খাতে চলমান উন্নয়ন কর্মকান্ড বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে সঠিক ও তথ্য নির্ভর সংবাদ পরিবেশনে সহায়তা করতে হবে।

কর্মশালায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি, লজিক প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট চেঞ্জ কো-অর্ডিনেটর শেখ ফয়সাল শাহ, লজিক প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট ফাইন্যন্স কো-অর্ডিনেটর মোঃ আসাদুল হকসহ খুলনায় কর্মরত জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এফএসপি)