UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় তিন হাসপাতালে করোনায় আরও ৫ মৃত্যু

usharalodesk
আগস্ট ২৫, ২০২১ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে খুলনার ৩টি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, গত ২৪ ঘন্টায় খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৩ জনের, শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১ জনের ও গাজী মেডিকেল হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। তবে, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় কারও মৃত্যু হয়নি।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন-রূপসার রামনগরের নাজমা রহমান (৬৫), যশোর মনিরামপুরের আকলিমা (৬৫) এবং ঝিনাইদহের মহেশপুরের তহমিনা (৪১)।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ বলেন, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুরের হারু অর রশিদ (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে যশোরের বেনাপোলের আব্দুল মজিদ (৬৭) নামে ১ জনের মৃত্যু হয়েছে।

(ঊষার আলো-আরএম)