UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ পালিত

usharalodesk
মে ২৭, ২০২১ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ মে) খুলনায় র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘মায়ের ডাক’ ও ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক’ খুলনা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টায় ফুল মার্কেট মোড় থেকে র‌্যালি শান্তিধাম মোড় হয়ে জাতিসংঘ পার্কের সামনে গিয়ে শেষ হয়। পরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি পরিচালনা ও সভাপতিত্ব করেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান। বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখার কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, নিরাপদ সড়ক চাই-নিসচা’র জেলা সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব, পরিবেশ সংগঠন ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ ও শেখ আব্দুল হালিম।

(ঊষার আলো-এমএনএস)