UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিত্রনায়িকা পরীমনির জব্দ করা আলামত ফেরতের নির্দেশ

usharalodesk
সেপ্টেম্বর ২৮, ২০২১ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাদক মামলায় গ্রেফতার হওয়ার সময় চিত্রনায়িকা পরীমনির ব্যবহৃত গাড়ি, মোবাইল ও ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত তাকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এই আদেশ দেন।

গত ১৫ সেপ্টেম্বর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী পরীমনির ব্যবহৃত সাদা রঙের একটি গাড়ি, মোবাইল এবং ল্যাপটপসহ অন্যান্য জব্দ করা জিনিসপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তদন্ত কর্মকর্তাকে বিআরটিএ থেকে গাড়ির সঠিক মালিকানা যাচাই ও অন্যান্য জব্দ করা আলামতের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

পরে এসকল আলামত পরীমনিকে ফেরত দেওয়ার সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।

জব্দ করা সে সকল আলামত ফেরত পেতে আজ মঙ্গলবার আদালতে হাজির হন পরীমনি।

পরীমনির জব্দ করা ১৬টি আলামতের মধ্যে আছে- হ্যারিয়ার গাড়ি, তিনটি আইফোন, দুটি ল্যাপটপ, একটি আইপ্যাড, একটি মেমোরি কার্ড, একটি পেনড্রাই, একটি মডেম, মাই স্টাইক একটি, দুই ব্যাংকের দুটি ভিসা কার্ড ও একটি গোল্ড কার্ডসহ দুটি পাসপোর্ট।

(ঊষার আলো-এফএসপি)