UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তালায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

usharalodesk
মে ২৪, ২০২১ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

তালা প্রতিনিধি : দিনে-দিনে ভয়ংকর রূপ ধারণ করতে যাওয়া সাইক্লোন ইয়াস এর ক্ষয়ক্ষতি প্রতিরোধে তালা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৪ মে ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
সভায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদ পারভীন পাঁপড়ী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রাজিব সরদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ হাজিরা খাতুন, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, যুব উন্নয়ন অফিসার মো. রেজাউল ইসলাম, সমাজসেবা অফিসার সুমনা শারমীন, তালা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক,
ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, রফিকুল সরদার, সরদার জাকির হোসেন, সুভাষ সেন, গনেশ দেবনাথ, রাজিব হোসেন রাজু, এম মফিদুল হক লিটু, আজিজুর রহমান রাজু, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুস্তাফিজুর রহমান, তালা প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু ও সদর প্রেসক্লাব সভাপতি আব্দুল জব্বার সরদার প্রমুখ বক্তৃতা করেন। এসময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ঘূর্ণিঝড় “ইয়াস” এর ক্ষয়ক্ষতি প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি থাকাসহ প্রয়োজনীয় অর্থ এবং শুকনো খাদ্য মজুদ রাখা হয়েছে বলে জানানো হয়। এছাড়া মানুষ সহ গৃহপালিত পশুদের নিরাপদ আশ্রয়ের জন্য সাইক্লোন শেল্টার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

(ঊষার আলো-এমএনএস)