UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে শতকরা ৬৪ ভাগ ধান কাটা সম্পূর্ণ

usharalodesk
মে ১৩, ২০২১ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মঙ্গলবার পর্যন্ত সারা দেশে শতকরা ৬৪ ভাগ ধান কাটা সম্পূর্ণ হয়েছে।  এ মাসের মধ্যেই বাকি ৩৬ ভাগ বুরো ধান কাটা শেষ হবে।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, দেশে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে এবং পুরোদমে ধান কাটা চলছে। ইতোমধ্যেই হাওরের শতভাগ ধান কাটা সম্পূর্ণ হয়েছে। গত বছরের মতো এবারও কৃষকেরা হাওরের ধান সফলভাবে ঘরে তুলতে সক্ষম হয়েছেন।  এটি খুবই আনন্দের ও স্বস্তির একটি বিষয়।

গত মঙ্গলবার (১১ মে) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে হাওরে বোরো ধান কাটা ও বোরো উৎপাদন পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, হাওরভুক্ত ৭ জেলায় এবার কুরো আবাদ হয়েছে ৯ লাখ ৪৬ হাজার ৫৩৪ হেক্টর জমিতে।  শুধু হাওর অঞ্চলে বুরো আবাদ হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৭৭০ হেক্টর জমিতে যা মোট আবাদের ৯.২৫ শতাংশ। এ বছর বুরো ধানের আবাদ হয় ৪৮ লাখ ৮৩ হাজার ৭৬০ হেক্টর জমিতে।  গতকাল পর্যন্ত সারা দেশের শতকরা ৬৪ ভাগ ধান কাটা শেষ হয়েছে।  এ মাসের মধ্যেই অবশিষ্ট ৩৬ ভাগ বুরো ধান কাটা শেষ হবে।

(ঊষার আলো-এফএসপি)