UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনে পৌরসভা, চাঁদখালী ও রাড়ুলী’র জয়

usharalodesk
জুন ৫, ২০২১ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর দ্বিতীয় দিনের খেলা শনিবার (৫ জুন) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের খেলায় পৌরসভা, চাঁদখালী ও রাড়ুলী ইউনিয়ন ফুটবল একাদশ জয় পেয়েছে। লস্কর ফুটবল একাদশকে ৪-১ ব্যবধানে পরাজিত করে পৌরসভা, কপিলমুনি ও চাঁদখালীর মধ্যকার খেলার নির্দিষ্ট সময়ের মধ্যে কোন পক্ষ গোল করতে না পারায় টাইবেকারে কপিলমুনিকে ৪-২ ব্যবধানে পরাজিত করে চাঁদখালী জয়লাভ করে। অপর খেলায় গড়ইখালী একাদশকে ১-০ ব্যবধানে পরাজিত করে রাড়ুলী ফুটবল একাদশ জয়লাভ করে। রোববার সকালে দ্বিতীয় দিনের বিজয়ী ৩টি দলের মধ্যে খেলা শেষে বিজয়ী দুই দলের মধ্যে এদিন বিকাল ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে দ্বিতীয় দিনের খেলায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, সুন্দরবন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন, কাউন্সিলর শেখ মাহবুবুর রহমান রনজু, আসমা আহমেদ, ইমরান সরদার, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। ধারাভাষ্যে ছিলেন, নূরুজ্জামান টিটু ও আশরাফুজ্জামান টুটুল।

(ঊষার আলো-এমএনএস)