UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীতে মাদক মামলায় এক আসামীর ১০ বছর কারাদণ্ড

usharalodesk
অক্টোবর ২৬, ২০২১ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : সোনাডাঙ্গা থানায় দায়ের হওয়া মাদক মামলায় মো আয়ুব আলী শরীফ (৬০) নামে এক আসামীকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়

মঙ্গলবার(২৬ অক্টোবর) খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমন রায় ঘোষণা করেন। রায় ঘোষণা কালে আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন

দণ্ডপ্রাপ্ত হলেন, মতিয়াখালী ৬নং গলি শেখ পাড়া মসজিদ এলাকার জনৈক জয়নাল আবেদীনের বাড়ীর ভাড়াটিয়া মৃত হোসেন আলী শরীফের ছেলে মো: আয়ুব আলী শরীফ(৬০) আদালতের রাষ্ট্র পক্ষের এপিপি এ্যাড. কাজী সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি মামলার  নথির বরাত দিয়ে জানান, ২০০৯ সালের ১২ নভেম্বর বেলা সাড়ে ১২টায় গল্লামারী পুলিশ বক্সে চেকিং ডিউটি করা কালীন সময়ে গল্লামারী ব্রিজের দিকে থেকে খুলনা শহরের দিকে পায়ে হেটে আসছিলো আসামী আয়ুব আলী শরীফ। এসময় তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে গল্লামারী পুলিশ বক্সের সামনে থেকে গ্রেফতার করেন সার্জেন্ট মনিরুজ্জামান মল্লিক। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশী করে খবরের কাগজে মোড়ানো ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়

এঘটনায় কেএমপি খুলনার সার্জেন্ট মনিরুজ্জামান মল্লিক বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। একই বছরের ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানার পিএসআই এমএ মজিদ বকুল আদালতে চার্জশীট দাখিল করেন। আদালতের বিভিন্ন কার্যদিবসে ১০ জনের মধ্যে জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ সংশ্লিষ্ট আদালতের বিচারক আসামীর বিরুদ্ধে রায় ঘোষণা করেন

(ঊষার আলো-আরএম)