UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্মের সন্ধান

usharalodesk
সেপ্টেম্বর ৩০, ২০২১ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ডাইনোসর বিলুপ্ত এই প্রাণী নিয়ে পৃথিবীতে গবেষণার অন্ত কোনো নেই। তবে বিজ্ঞানীরা এবার নতুন প্রজাতির একটি ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পেয়েছেন। যার দাঁত হাঙরের মতো। বিলুপ্ত এই প্রাণী প্রায় ৯ কোটি বছর আগে পৃথিবী দাপিয়ে বেড়াত বলে ধারণা তাদের। বিজ্ঞানীরা মনে করছেন এটি ওই সময়ে সবচেয়ে ভয়ংকর প্রাণী ছিল।

নতুন প্রজাতির এই ডাইনোসর জীবাশ্ম পাওয়া গেছে উজবেকিস্তানে। আর এর নাম দেওয়া হয়েছে ‘উলুগবেগসরাস উজবেকিস্তানেনসিস’। ৯ কোটি বছর আগে মধ্যএশিয়ায় যে ভয়ংকর শিকার প্রাণী ডাইনোসরের বাস ছিল, এ আবিষ্কারের মাধ্যমে প্রথম তা জানা গেল।

ডাইনোসরটির জীবাশ্ম বিশ্লেষণ করে দেখা যায়, আট মিটার লম্বা প্রাণীটির ওজন ছিল এক টনেরও বেশি। কিন্তু এই প্রজাতির একেকটি ডাইনোসরের ওজন ৬ টন পর্যন্ত হতো। টাইরানোসরাস প্রজাতির ডাইনোসরের চেয়ে এগুলো লম্বায় দ্বিগুণ এবং ওজনে পাঁচ গুণ ছিল।

যে জীবাশ্মটি নিয়ে গবেষণা করা হয়, সেটি পাওয়া যায় আশির দশকে উজবেকিস্তানের কিজিলকুম মরুভূমিতে ও একটি জাদুঘরে রাখা ছিল সেটি।

(ঊষার আলো-এফএসপি)