UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নদীতে মাছ ধরা নিয়ে জেলেদের ওপর অপর জেলেদের হামলায় আহত ৫

pial
মে ২০, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বরগুনার আমতলী উপজেলায় বুড়ীশ্বর নদীতে মাছ ধরা নিয়ে একদল জেলের ওপর অন্যদল জেলের হামলায় ৫ জন আহত হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে এবং আমতলী হাসপাতালে ভর্তি করে। শুক্রবার (২০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার খেকুয়ানী গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, আঠারগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামের ৫ জেলে শুক্রবার দুপুরে বুড়ীশ্বর নদীতে মাছ ধরা শেষ করে বাড়ি ফিরছিল। জেলেরা খেকুয়ানি সেতুর কাছে আসামাত্র ওই গ্রামেেরই জেলে আক্কাচ মৃধা, মনির প্যাদা ও আলী হোসেনের নেতৃত্বে চাউলা গ্রামের ৫ জেলের উপর বাঁশ ও গাছের ডাল নিয়ে হামলা করে এবং মাছ লুট করে নিয়ে যায়।

হামলায় নূর জামাল হাওলাদার, আলতাফ হোসেন, অপু প্যাদা, শাহাবুদ্দিন ও জামাল হাওলাদার আহত হয়। এদের মধ্যে নূর জামালের অবস্থা গুরুতর। তাকে মুমূর্ষু অবস্থায় পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম মিজানুর রহমান বলেন, জেলেদের ওপর হামলার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। মামলা হলে অব্যশই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(ঊষার আলো-এসএইস)