UsharAlo logo
মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালীতে কনে সাজাতে দেরি হওয়ায় বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত ১২

usharalodesk
জুন ৫, ২০২১ ৮:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি বিয়েবাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্বশুরবাড়ি থেকে কনেকে সাজাতে দেরি করায় লাঠিসোটা নিয়ে বর ও কন্যাপক্ষের মধ্যে মারধরের ঘটনায় আহত হয়েছে ১০জন।
৪ জুন শুক্রবার বিকেলে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুরে কন্যাপক্ষের লোকদের খাবার শেষে কনেকে সাজাতে দেরি হওয়ায় ২’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ২ পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে উভয়পক্ষের ১০-১২ জন আহত হয়েছে।
স্থানীয়রা বলেছেন, ২ সপ্তাহ আগে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে সোহেবের সঙ্গে পার্শ্ববর্তী মৌডুবী ইউনিয়নের মাঝের দেওর গ্রামের মোরশেদ হাওলাদারের মেয়ের বিয়ে হয়। গত বুধবার বরপক্ষ এসে কনেকে শ্বশুরবাড়িতে নিয়ে যায়। ২ দিন পর শুক্রবার কনে পক্ষের লোকজন বরের বাড়িতে কনেকে আনতে যায়।
স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া জানান, কনেযাত্রী ৩০ জন আসার কথা থাকলেও এসেছিল ৫০ জনের বেশি। এ নিয়ে বরপক্ষ মনক্ষুন্ন ছিল। কনেকে প্রস্তুত করতে দেরি হলে কন্যাপক্ষ উত্তেজিত হয়ে যায়। পরে ২ পক্ষের লোকজন বাকবিতণ্ডায় জড়িয়ে হাতাহাতি হয়। সবশেষে নিজেদের ভুল বোঝাবুঝির মীমাংসা হয়। বর ও কনেকে নিয়ে বাড়ি ফেরে কন্যাপক্ষ।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেছেন, কোনও পক্ষই থানায় অভিযোগ করেনি। আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জেনেছি স্বামী-স্ত্রীকে নিয়ে গেছে কন্যাপক্ষ।

(ঊষার আলো- এম.এইচ)