UsharAlo logo
মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পবিত্র আশুরার ছুটি শুক্রবার

usharalodesk
আগস্ট ১৮, ২০২১ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সরকার পবিত্র আশুরার সরকারি ছুটি পুনঃনির্ধারণ করেছে। এ ছুটি ১৯ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট করে আজ বুধবার (১৮ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এতে বলা হয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র আশুরা উপলক্ষে ছুটির নির্ধারিত ১৯ আগস্টের পরিবর্তে আগামী ২০ আগস্ট পুনঃনির্ধারণ করা হলো।

বলা হয়, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকারের অবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এই ছুটি পুনঃনির্ধারণ করবে।

গত ৯ আগস্ট জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয় যে, ওই দিন দেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা না যাওয়ায় ১১ আগস্ট বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হয়ে ও ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।

(ঊষার আলো-এফএসপি)