UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় বিধিনিষেধের প্রথম দিনেই ৩ মামলায় ২০ জনকে জরিমানা

usharalodesk
জুন ১০, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা পৌরসভায় কঠোর বিধিনিষেধ আরোপের প্রথম দিনেই ৩ মামলায় ২০ জনকে জরিমানা করা হয়েছে। বিধিনিষেধ কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসি দিনভর পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন। উল্লেখ্য, সম্প্রতি পৌরসভাসহ অত্র এলাকায় করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ১০ জুন থেকে ২১ জুন পর্যন্ত পৌরসভায় কঠোর বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে। বিধিনিষেধ আরোপ করায় বৃহস্পতিবার (১০ জুন) পৌর সদরের বেশিরভাগ মার্কেট ও বিপনী বিতান বন্ধ ছিল। সরকারি সেবা অব্যাহত থাকলেও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকায় ও লোকজনের চলাচলও তুলনামূলক অনেক কম ছিল। এদিকে বিধিনিষেধ কার্যকর করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও থানার ওসি এজাজ শফী দিনভর পৌর বাজার, বাসস্ট্যান্ড ও জিরোপয়েন্ট এলাকায় অভিযান এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় গণ পরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সহ মাস্ক পরিধান না করায় ৩ মামলায় ২০ জনকে জরিমানা করা হয়।

(ঊষার আলো-এমএনএস)