UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরের কাউখালীতে কালবৈশাখী ঝড়ে কৃষকের স্বপ্ন ভঙ্গ

usharalodesk
এপ্রিল ১১, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে কালবৈশাখী ঝড়ে কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকের স্বপ্ন ভঙ্গ হয়েছে। মাঠের ফসল মাঠে নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়ছে কৃষকরা। ধার-দেনা করে মাঠে ইরির ব্লক দিয়ে ভাগ্য ঘুরানোর কথা ছিল। ইরি ধানের ক্ষেতে যখন ধানের দুধ আসছিল ঠিক তখনই কালবৈশাখী ছোবলে ক্ষেতের ধানের ছড়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে অর্ধেক ফসলও উৎপন্ন হবে না বিধায় ধার-দেনা পরিশোধের দুশ্চিন্তায় রয়েছে উপজেলার ডুমজুড়ী গ্রামের ৩৫জন কৃষক। জানাযায়, উপজেলায় অর্ধশত বøকে এবার ইরি ব্লক দিয়ে ধান উৎপাদন করে এরমধ্যে ডুমজুড়ী গ্রামের ৩৫জন কৃষক ৪০ বিঘা জমিতে ইরি বøক দেয়। গ্রামের কৃষক রোমান খান, নুরু মোল্লা, লিয়াকত মোল্লা, আব্দুল আলমসহ অনেকেই এখন দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েছেন কিভাবে তারা ধার-দেনা পরিশোধ করবেন। উপজেলা কৃষি অফিসের ডুমজুড়ী ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা গৌতম কুমার জানান, ঝড়ে ধানের তিন ভাগের একভাগ নষ্ট হয়েছে প্রাকৃতিক দৈব দুর্বিপাকে এভাবে নষ্ট হলে তাদেরতো কিছু করার থাকে না। তবে পুরোপুরি জরীপ করে ক্ষতিগ্রস্থ কৃষকদের ব্যাপারে প্রণোদনার অগ্রাধিকার।

(ঊষারে আলো-আরএম)