UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিল ফেসবুক

usharalodesk
জুন ১৩, ২০২১ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশে ভ্যাট পরিশোধ ও ভ্যাট রিটার্ন জমা দেওয়াসহ সরাসরি ভ্যাট সংক্রান্ত সেবা পেতে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) নিয়েছে ফেসবুক। অনলাইনে আবেদনের পরিপ্রেক্ষিতে ৩টি পৃথক পৃথক বিআইএন নিবন্ধন পেয়েছে ফেসবুক।

আজ রবিবার (১৩ জুন) এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার।

এর আগে সরাসরি ভ্যাট সংক্রান্ত সেবা পেতে গত ২৫ মে বিআইএন নেয় জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। এরপর আরও ভ্যাট নিবন্ধন নেয় অ্যামাজন এবং নেটফ্লিক্স।

অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার জানান, গতকাল শনিবার (১২ জুন) ফেসবুক ৩টি পৃথক প্রতিষ্ঠান থেকে নিবন্ধন পেতে অনলাইনে আবেদন করে। আমরা সকল যাচাই-বাছাই শেষে আজ অনুমোদন দিয়েছি।

তিনি বলেন, ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড, ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড ও ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড এই ৩ প্রতিষ্ঠানকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)