UsharAlo logo
মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি আবু জাফর ওবায়দুল্লাহ

usharalodesk
মে ৩১, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলা সাহিত্যের একজন সার্থক ও বাংলাদেশের প্রখ্যাত কবি আবু জাফর ওবায়দুল্লাহ। তার জন্ম ১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি বরিশালের বাবুগঞ্জের বাহেরচরের ক্ষুদ্রকাঠি গ্রামে।

আবু জাফর ওবায়দুল্লাহ বাংলাদেশের গত শতাব্দীর পঞ্চাশের দশকের একজন মৌলিক কবি। তার পূর্ণ নাম আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ খান। তার ২টি দীর্ঘ কবিতা ‘বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা’ ও ‘আমি কিংবদন্তির কথা বলছি’ আধুনিক বাংলা সাহিত্যের ভাণ্ডারে অভূতপূর্ব দুটি সংযোজন হল এই কবিতাগুলো।

তার জীবনে তিনি অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ১৯৭৯ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ১৯৮৫ সালে তিনি পান একুশে পদক।
এ গুণি কবি ২০০১ সালের ১৯ মার্চ ঢাকায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(ঊষার আলো-এফএসপি)