UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে আক্রান্ত ৬৮, চিকিৎসকসহ ৩ জনের মৃত্যু

usharalodesk
জুন ২০, ২০২১ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় নতুন করে আরো ৬৮ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। শনিবার একদিনে ১৯৪ জনের নমুনা পরিক্ষার রিপোর্টে ৬৮ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। এদিন সনাক্তের হার ৩৫% হয়েছে। এ সময়ে বাগেরহাট সদরে হেলালুজ্জামান নামের একজন পল্লী চিকিৎসকসহ জেলায় ৩ জন মারা গেছেন করোনা পজেটিভ হয়ে। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনার দ্বিতীয় ঢেউয়ে মোট ১ হাজার ৪৬০ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। আর দ্বিতীয় ঢেউয়ে মোট মারা গেছেন ৪২ জন। বাগেরহাট সিভিল সার্জন ডাঃ কেএম হুমায়ুন কবির রবিবার দুপুরে জানান, শনিবারে একদিনে ১৯৪ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬৮ জন করোনা পজেটিভ হিসাবে সনাক্ত হয়েছেন। সনাক্তের হার ৩৫% হয়েছে। বাগেরহাট সদর করোনা ডেডিকেটেড হাসপাতালে ৪৩ জন করোনা পজেটিভ রোগি চিকিৎসাধিন আছেন। সিভিল সার্জন আরো বলেন, বাগেরহাট জেলায় গত দুই সপ্তাহ ধরে সংক্রমণেরহার বেশি। মোংলা, রামপাল, ফকিরহাট ও বাগেরহাট পৌরসভা এলাকা এখন করোনা হটস্পট হয়ে উঠেছে। জেলায় সংক্রমণের হার
সর্বোচ্চ ৭৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে জেলায় ৪০ থেকে ৫০ শথাংশের মধ্যে ওঠানামা করছে। করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

(ঊষার আলো-আরএম)