UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা

usharalodesk
জুন ১৭, ২০২১ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় “দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (SOD)-২০১৯” অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ প্রশিক্ষণের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়াল অংশগ্রহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন।
এছাড়া শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দুর্যোগ বিষয় নিয়ে আলোচনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ অসিম উদ্দিন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, জাকির হোসেন খান মহিউদ্দিন প্রমুখ।
(ঊষার আলো-এমএনএস)